ডায়ার সিলেট ডেস্ক :: স্বৈরাচারি এই আওয়ামী সরকারকে সরাতে হলে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি এম নাসের রহমান। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টায় স্থানীয় চাঁদনী কমিটি সেন্টারে অনুষ্ঠিত কমলগঞ্জ উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে তিনি এ মন্তব্য করেন। এর আগে তিনি জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয় তিনি সম্মেলনের উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে নাসের রহমান বলেন, ফ্যাসিবাদ আওয়ামীলীগ সরকারের অধীনে দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না। আওয়ামীলীগের দুঃশাসন থেকে মুক্তি পেতে মুকিয়ে আছে দেশের জনগণ। তারা ভোট চায়। এই অবস্থায় আগামীকাল জাতীয় নির্বাচন হলে আওয়ামীলীগ ২০ টির বেশি সিট পাবে না বলেও মন্তব্য করেন বিএনপির সাবেক এ এমপি।
কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া শফির সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকবাল পারভেজ চৌধুরী শাহীনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন- জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফয়জুল করিম ময়ূন,মোয়াজ্জেম হোসেন মাতুক,আশিক মোশাররফ, হেলু মিয়া, ফয়সল আহমদ, ১ম যুগ্ম সম্পাদক মো. ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বকশি মিছবাউর রহমান, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি (সিলেট বিভাগ) মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, জেলা বিএনপির প্রচার সম্পাদক এম ইদ্রিস আলী,জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ আহমেদ মাহফুজ,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জিএম মুক্তাদির রাজু, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক আকিদুর রহমান সোহান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাবু,মৌলভীবাজার জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী তৈমুর।
প্রায় দেড় যুগ পর অনুষ্ঠিত এ সম্মেলন নেতা–কর্মীরা উচ্ছ্বসিত। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে কমলগঞ্জে দলটির ঘর গোছানো হিসেবে দেখা হলেও সম্মেলনে মৌলভীবাজার জেলা বিএনপির অনুমোদিত কমলগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীরা অংশ নেন। তবে সম্মেলনে গত সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দলীয় প্রার্থী কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব বলয়ের বড় একটি অংশ অংশ নেয়নি।
সম্মেলনে কমলগঞ্জ উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *