ডায়ালসিলেট ডেস্ক :: হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আবারো হাসপাতালে নেওয়া হয়েছে।
আজ সোমবার ভোররাত ৪টা ২০ মিনিটের দিকে তাঁকে রাজধানীর বেসরকারি এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। ভোর পৌনে পাঁচটার দিকে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানান।
শায়রুল কবির খান জানান, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে বলেন, হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় খালেদা জিয়াকে রাজধানীর গুলশানের বাসা থেকে জরুরিভিত্তিতে অ্যাম্বুলেন্সে করে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।