ডায়াল সিলেট ডেস্ক :: ৪ মার্চ হচ্ছে না সিলেট মহানগর বিএনপির সম্মেলন ও কাউন্সিল। তবে হঠাৎ করেই সম্মেলনের তারিখ পেছানো হয়েছে। আগামী ১০ অথবা ১১ মার্চ এ সম্মেলন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন সিলেট বিএনপি নেতারা।
Thank you for reading this post, don't forget to subscribe!
বিএনপির একটি সূত্র জানিয়েছে, চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত না হওয়ায় কাউন্সিল ও সম্মেলনের তারিখ পেছানো হয়েছে।
তবে সম্মেলন উপলক্ষে গঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার এ টি এম ফয়েজ বলেন, বিএনপির কেন্দ্রীয় নেতারা ৪ তারিখ সময় দিতে পারবেন না। তাই সোমবার সম্মেলনের তারিখ পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১০ বা ১১ মার্চ এ সম্মেলন হবে।
কাউন্সিল উপলক্ষে গঠিত নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ভোটাভুটির মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা হবে। আগামীকাল মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। এরই মধ্যে সভাপতি পদে পাঁচজন, সাধারণ সম্পাদক পদে দুজন ও সাংগঠনিক সম্পাদক পদে পাঁচজন মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।
সভাপতি পদে ৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন- বর্তমান আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী, সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী, সাবেক সভাপতি নাসিম হোসাইন, সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব ও সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।
সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী ও সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ চৌধুরী শামীম। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়নপত্র কিনেছেন পাঁচ সাবেক ছাত্রনেতা রেজাউল করিম নাচন, মাহবুব কাদির শাহী, সাফকে মাহবুব, আব্দুল্লাহ শফি সাঈদ সাহেদ ও আক্তার রশীদ চৌধুরী।
সিলেট মহানগর বিএনপির সবশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ৭ জানুয়ারি। ওইদিন কাউন্সিলরদের ভোটের মাধ্যমে সভাপতি পদে নাসিম হোসেইন ও সাধারণ সম্পাদক পদে বদরুজ্জামান সেলিম নির্বাচিত হন।
২০১৮ সালে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দল থেকে বহিস্কার করা হয় সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমকে। তার অবর্তমানে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পান আজমল বখত সাদেক।
এরপর ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর মেয়াদোত্তীর্ণ এই কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি দেয় কেন্দ্রীয় বিএনপি। আব্দুল কাইয়ুম জালালী পংকীকে আহ্বায়ক ও মিফতাহ সিদ্দিকীকে সদস্যসচিব করে গঠন করা হয় আহ্বায়ক কমিটি। প্রায় দেড় বছর পর এই আহ্বায়ক কমিটি আগামী ৪ মার্চ সম্মেলনের আয়োজন করছে।
বিএনপি নেতারা জানান, আগের সম্মেলনের ধারাবাহিকতায় এবার কাউন্সিলরদের ভোটের মাধ্যমে নেতৃত্ব বাছাই করা হবে। কাউন্সিলের জন্য ২২ ফেব্রুয়ারি নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়।

