আন্তর্জাতিক ডেস্ক :: ফিলিস্তিনের গাজা উপত্যকা লক্ষ্য করে হঠাৎ করে শুক্রবার রাত থেকে অত্যধিক বোমা হামলা চালানো শুরু করেছে দখলদার ইসরায়েলি বিমানবাহিনী। আর তাদের এ বোমা হামলায় বন্ধ হয়ে গেছে গাজার মোবাইল ও ইন্টারনেট সেবা। এর মাধ্যমে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে গাজা।
Thank you for reading this post, don't forget to subscribe!
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছিল, কাতারের মধ্যস্থতায় হামাস-ইসরায়েলের মধ্যে যে কোনো সময় যুদ্ধবিরতি হতে পারে। এরমধ্যেই ইসরায়েলি বাহিনী গাজায় তীব্র বোমা হামলা শুরু করে।
গাজা থেকে আল জাজিরার সাংবাদিক জানিয়েছেন, তাদের পূর্ব অভিজ্ঞতা থেকে ধারণা করছেন, গাজায় বড় কিছু, অর্থাৎ স্থল অভিযান শুরু করতে পারে ইসরায়েলি সৈন্যরা৷ এছাড়া যুদ্ধবিরতির আগে শেষবারের মতো তীব্র হামলা চালাতে পারে তারা।
তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, তারা গাজায় স্থল অভিযান সম্প্রসারণ করবেন৷ তিনি গাজা সিটি থেকে সাধারণ মানুষকে উত্তরাঞ্চলের দিকে সরে যেতে বলেছেন। যদিও তখনো হামলা বৃষ্টির মতো সেখানে বোমা হামলা চলছিল৷
-সূত্র: আল জাজিরা

