Thank you for reading this post, don't forget to subscribe!
ডায়াল সিলেট ডেস্ক :: খুলনা-৪ আসনের সাবেক এমপি আব্দুস সালাম মুর্শেদীর ২ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান এই রিমান্ডের আদেশ দেন। পোশাককর্মী রুবেল হত্যার অভিযোগে রাজধানীর আদাবর থানায় দায়ের হওয়া মামলায় তার এ রিমান্ড মঞ্জুর করা হয়।
ঐদিন সালাম মুর্শেদীকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন । শুনানি শেষে আদালত তার দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গত মঙ্গলবার রাতে আব্দুস সালাম মুর্শেদীকে গ্রেপ্তার করা হয়। তিনি বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সাবেক সভাপতি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সিনিয়র সহ-সভাপতি ছিলেন।
মামলা সূত্রে জানা যায়, গত ২২শে আগস্ট পোশাককর্মী রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে আদাবর থানায় মামলা করেন। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ক্রিকেটার ও সাবেক এমপি সাকিব আল হাসানসহ ১৫৬ জনকে আসামি করা হয়। এছাড়া অজ্ঞাতপরিচয়ে আরো ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৫ই আগস্ট রুবেল আদাবরের রিংরোডে মিছিলে অংশ নেন। এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশে, প্ররোচনা, সাহায্য, সহযোগিতা ও প্রত্যক্ষ মদদে কেউ মিছিলে গুলি ছোড়ে। বুকে ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসারত অবস্থায় ৭ই আগস্ট তিনি মারা যান।
