ডায়ালসিলেট ডেস্ক:হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ভারতীয় সীমান্ত এলাকা আসামপাড়া বাজারে দুটি গুদাম থেকে জব্দকৃত পেঁয়াজ ৫৫ টাকা কেজি দরে বিক্রি করা হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!রোববার সন্ধ্যায় স্থানীয় আসামপাড়া বাজারে এই পেঁয়াজ বিক্রিকালে ক্রেতাদের মাঝে প্রচণ্ড হূলুস্থুল সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকালে চুনারুঘাট উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা নূসরাত ফাতেমাকে ক্রয় রশিদ দেখাতে না পারায় আসামপাড়া বাজারের স্বপন মিয়া ও সোহেল মিয়ার গুদামের বিপুল পরিমাণ পেঁয়াজ জব্দ করেন। এ সময় স্বপন মিয়াকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
রোববার সন্ধ্যায় জব্দকৃত পেঁয়াজ ৫ কেজির প্যাকেটে ২৭৫ টাকা প্যাকেট করে বিক্রি করা হয়।
এ সময় ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা নুসরাত ফাতেমা এবং চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা নূসরাত ফাতেমা জানান, জব্দকৃত ৮৮২ কেজি পেঁয়াজ বিক্রি করা হয়। একজন ক্রেতা ৫ কেজি করে ক্রয় করতে পারবে। মূল্য রাখা হয় ৫৫ টাকা। তবে পেঁয়াজের চেয়ে ক্রেতার সংখ্যা ছিল বেশি। বিক্রিত টাকা সরকারি কোষাগারে জমা করা হবে।
তিনি আরও জানান, সমগ্র উপজেলায় ৫৫ টাকা করে পেঁয়াজ বিক্রির নির্দেশ প্রদান করা হয়েছে। এর ছেয়ে বেশি মূল্য রাখার প্রমাণ পেলেই জরিমানা করা হবে।

