ডায়ালসিলেট ডেস্ক:;

Thank you for reading this post, don't forget to subscribe!

শীতকে সামনে রেখে হবিগঞ্জে ইতোমধ্যে আসতে শুরু করেছে বিভিন্ন ধরণের অতিথি পাখি। কিন্তু এরই মধ্যে তৎপর হয়ে উঠেছে পাখি শিকারীরা। জেলার বিভিন্ন হাওর-বিলে আসা অতিথি পাখি শিকার হচ্ছে নির্বিচারে।

তবে তাদের রক্ষায় কম তৎপর নয় আইনশৃঙ্কলা রক্ষাকারী বাহিনীও। মঙ্গলবার হবিগঞ্জের নবীগঞ্জে বিপুল পরিমাণ অতিথি পাখিসহ ৪ পাখি শিকারীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব-৯ (শ্রীমঙ্গল)। পরে তকাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দণ্ডাদেশ প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- নবীগঞ্জ উপজেলার দেবপাড়া গ্রামের ছায়েদ মিয়া, সাজ্জাদ মিয়া, কাওছার মিয়া ও নজরুল ইসলাম।

দুপুরে র‌্যাব-৯ এর মেজর নোমান আহমেদ জাকি’র নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

তিনি জানান- গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া বাজার থেকে ৪ পাখি শিকারীকে আটক করা হয়। এসময় বক, বালি হাঁস, ওয়াকসহ বিপুল পরিমাণ অতিথি পাখিও তাদের কাছ থেকে উদ্ধার করা হয়। পরে আটককৃতদের উপজেলা প্রশাসনের কাছে নিয়ে গেলে উপজেলা সহকারী কমিশিনার (ভুমি) সুমাইয়া মমিন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃতদের ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

পরে উন্মুক্ত জায়গায় অবমুক্ত করা হয়। অতিথি পাখিদের রক্ষার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *