ডায়াল সিলেট ডেস্ক ॥ রক্তদানের কার্যক্রমকে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে “বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি, হবিগঞ্জ জেলা শাখা” এর উদ্যোগে ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন এর আয়োজন এবং রক্তদানে উদ্ভুদ্ধ করণ করা হয় ১৭ জানুয়ারি মঙ্গলবার) হবিগঞ্জ জেলার ”জামেয়া সাদিয়া রায়ধর” মাদরাসা মাঠ প্রাঙ্গনে সুষ্ঠ ভাবে অনুষ্ঠিত হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!জামেয়া সাদিয়া রায়ধর মাদরাসা প্রাঙ্গনে সকাল ১০ টায় ক্যাম্পেইন এর শুভ উদ্ভোদন করেন অত্র প্রতিষ্ঠানের পিন্সিপাল ”আবু জালে সাদি”, এসময় তিনি বলেন বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি হবিগঞ্জ জেলা শাখা আয়োজিত ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন এ সকলের প্রতি সালাম।
আমাদের মাদরাসায় বিনামূল্যে রক্তে গ্রুপ নিণর্য় করে দেওয়া উক্ত সংগঠন প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং প্রধান সমন্বয়ক কে আন্তরিক ধন্যবাদ জানায়। আর এই বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটির হবিগঞ্জ জেলার যেসকল স্বেচ্ছাসেবী আজ এত নিরলস ভাবে পরিশ্রম করে উক্ত ক্যাম্পেইন সফল করেছেন । উল্লেখ্য উক্তদিনে মোট ২৬৪ জন মাদরাসা শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া হয়েছে। সারাদেশব্যপী বিনামূল্যে রক্তের গ্রুপিং নির্ণয় ক্যাম্পেইন এর অংশ হিসেবে সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায় বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি এর ৫৭ তম ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

