ডায়াল সিলেট ডেস্ক :: হবিগঞ্জের বাহুবলে ঢাকা সিলেট মহাসড়কে দুর্ঘটনায় সাইফুল ইসলাম (৩৫) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন। পারভেজ আলম ও সাব্বির আহমেদ নামে ওই দুইজনকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!
শনিবার (১৬ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে মহাসড়কের মোহনা কমিউনিটি সেন্টারের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার ৪নং বাহুবল সদর ইউনিয়নের হরিতলা গ্রামের আজাদ মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৩৫) তার দুই সহযোগী পারভেজ আলম ও সাব্বির আহমেদকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে বাহুবল ইসলামাবাদ থেকে মিরপুরের দিকে যাচ্ছিলেন।
এসময় মহাসড়কে মোটরসাইকেলকে একটি ট্রাক্টর চাপা দিলে সাইকেলটি দুমড়ে-মুচড়ে রাস্তায় পাশে গিয়ে ছিটকে পড়ে। এতে তারা গুরুতর আহত হলে তাদেরকে উদ্ধার করে প্রথমে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
এসময় কর্তব্যরত চিকিৎসক তানজিনা ফারহীন সাইফুলকে মৃত ঘোষণা করেন।

