Thank you for reading this post, don't forget to subscribe!
ডায়াল সিলেট ডেস্ক :: দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছিল ঢালিউড সুপারস্টার শাকিব খান হলিউডে অভিনয় করবেন। অবশেষে সেই গুঞ্জনের সত্যতা মিলেছে। ঈদের সময় হঠাৎ করেই খবর ছড়ায়, বাংলাদেশি বংশোদ্ভূত হলিউড পরিচালক আসিফ আকবরের সঙ্গে নতুন একটি আন্তর্জাতিক প্রজেক্টে কাজ করতে যাচ্ছেন শাকিব। এবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন পরিচালক নিজেই।
‘বনইয়ার্ড’, ‘অ্যাস্ট্রো’, ‘দ্য কমান্ডো’, ‘স্মোক ফিল্ড লাংস’ এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত জনপ্রিয় স্পাই থ্রিলার ‘এমআর-নাইন’-এর নির্মাতা আসিফ আকবর এবার নতুন একটি থ্রিলারধর্মী হলিউড সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন, যেখানে মুখ্য ভূমিকায় দেখা যাবে শাকিব খানকে।
পরিচালক জানান, বর্তমানে সিনেমাটির চিত্রনাট্য তৈরির কাজ চলছে। শাকিব খানকে কেন্দ্রীয় চরিত্রে চূড়ান্ত করা হয়েছে। তার বিপরীতে থাকবেন দুই অভিনেত্রী—একজন বাংলাদেশি এবং অন্যজন হলিউড থেকে নেওয়া হবে। পাশাপাশি ছবির খল চরিত্রেও থাকবেন হলিউডের পরিচিত কোনো মুখ।
জানা গেছে, আগামী মাসের শুরুতেই শাকিব খান যুক্তরাষ্ট্রে যাবেন প্রজেক্টের চূড়ান্ত প্রস্তুতির জন্য। সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে এটি হবে শাকিব খানের প্রথম হলিউড সিনেমা। ক্রাইম থ্রিলার ঘরানার এই ছবিটি ২০২৬ সালে বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে।
