ডায়ালসিলেট ডেস্কঃঃ প্রথম দুই ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি ভারত। হেরে যায় বড় ব্যবধানে। এরপর ‘হোয়াইটওয়াশ’ চোখ রাঙাতে থাকে সফরকারীদের। ঠিক তখনই ঘুরে দাঁড়ায় কোহলি অ্যান্ড কোং। সিরিজ হাতছাড়া করেও শেষ ম্যাচ নিজেদের করে নেয় তারা। বিরাট কোহলি জানালেন, দলের জয়ে খুশি তিনি।
Thank you for reading this post, don't forget to subscribe!কোহলি হাল ছাড়ার পাত্র নন। তাই ওয়ানডে সিরিজ হেরেও মন খারাপ করতে চাইছেন না। সামনে আছে তিনটি টি-টোয়েন্টি এবং চারটি টেস্ট। সেসবে চোখ ভারত অধিনায়কের। আশা করছেন, সামনে ম্যাচগুলোতে ভালো পারফর্ম করে আলো ছড়াবে তার দল। যেখানে আত্মবিশ্বাস জোগাবে ১৩ রানে জেতা শেষ একদিনের ম্যাচটি।
শেষ ওয়ানডের পর কোহলি বলেন, ‘অস্ট্রেলিয়াতে সব সময় নিষ্ঠার সাথে ক্রিকেট খেলতে হয়। এখানে লড়াইটা হাড্ডাহাড্ডি হয়ে থাকে। সমর্থকদের বোঝাতে চেয়েছি, সিরিজ হারলেও আমাদের মধ্যে জেতার তাড়না কমে যায়নি। এই বিষয়টাই আসল। ওদের হারালাম। তাতে আমরা সবাই খুব খুশি। আশা করছি, এটা সামনের ম্যাচগুলোতে কাজে দিবে।

