ডায়ালসিলেট ডেস্ক :: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় সরকারি হাসপাতাল করোনা ইউনিটের পাশে হঠাৎ বিকট শব্দে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় হাসপাতালের রোগীরা ছোটাছুটি করতে থাকেন। তবে এতে কোনো হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
Thank you for reading this post, don't forget to subscribe!বুধবার রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালের করোনা ইউনিটের নিচে খোলা স্থানে একটি অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এ সময় সেখানে থাকা আরও সাতটি সিলিন্ডারের গ্যাস অটোমেটিক চলে যায়।
রায়পুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, কোনো রোগী হতাহত হয়নি। যথাসময়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
রায়পুর সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. বাহারুল আলম বলেন, অল্পের জন্য আল্লাহ রক্ষা করেছেন। কোনো রোগী হতাহত হয়নি। ভয়ে দোতলার করোনা ইউনিটের রোগীরা ছোটাছুটি করেছেন।
রায়পুর থানার ওসি আবদুল জলিল বলেন, ঘটনাস্থলে গিয়ে সব রোগীকে সান্ত্বনা দেওয়া হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক।
জানা যায়, গত সাত দিন আগে করোনা রোগীদের জন্য লক্ষ্মীপুরের রায়পুর সরকারি হাসপাতালকে একটি কোম্পানি আটটি অক্সিজেন সিলিন্ডার উপহার দেন। সেগুলো হাসপাতালের করোনা ইউনিটের নিচে খোলা স্থানে রাখা ছিল।
ডায়ালসিলেট/এম/এ/

