গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর শওকাতুল মোনায়েম ও এএসপি সত্যজিৎ কুমার ঘোষ এর নেতৃত্বে সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানা এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবা বড়িসহ দুই যুবককে আটক করা হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!আজ শনিবার সকালে তাদেরকে মোগলাবাজারের শ্রীরামপুর বাইপাস সংলগ্ন এলাকা থেকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার সুজাতপুর গ্রামের মৃত কুদ্দুস মেম্বারের ছেলে মো. জনি (৩২) ও একই থানার উত্তর সরারচর গ্রামের মৃত আলীর ছেলে মো. ওবায়দুল্লাহ (২৫)।
র্যাব জানায়, আটককৃতদের কাছ থেকে ১০ হাজার ২০ পিস ইয়াবা, মাদকবিক্রির ৫৩ হাজার ৫৫০ টাকা, একটি কাভার্ড ভ্যান, ৬৭টি খালি গ্যাস সিলিন্ডার, ২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এতে র্যাব-৯ এর মেজর শওকাতুল মোনায়েম ও এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
পরে জব্দকৃত আলামতসহ আটককৃতদের মোগলাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

