১২ হাজার টাকায় টেকনোর নতুন স্মার্টফোন
স্পার্ক সিরিজের নতুন স্মার্টফোন স্পার্ক ৮-সি বাজারে নিয়ে এসেছে টেকনো। এই ফোনে রয়েছে ৯০ হার্জ ডিসপ্লে ও ৭জিবি র‍্যাম।
নতুন স্পার্ক ৮-সি এর দুটি ভেরিয়েন্ট বাজারে এসেছে ৬জিবি ও ৬৪জিবি এবং ৭জিবি ও ১২৮জিবি। ফোনে মূলত ৩ জিবি ও ৪ জিবি র‍্যাম থাকবে এবং টেকনো মেমরি ফিউশন প্রযুক্তির সাহায্যে অতিরিক্ত ৩ জিবি যোগ হবে। অর্থাৎ ব্যবহারকারীরা ইন্টারনাল স্টোরেজ থেকে অতিরিক্ত ৩ জিবি ভার্চুয়াল র‍্যামের সুবিধা পাবেন।
এছাড়া টেকনো স্পার্ক ৮-সি-তে আছে ৬.৬ ইঞ্চি এইচডি ও ডিসপ্লে। যা ৯০ হার্জ রিফ্রেশ রেট এবং ৪৮০ নিটস পিক ব্রাইটনেস প্রদান করবে।
স্পার্ক ৮-সি-তে আছে ১৩ মেগাপিক্সেল সেন্সর ও এআই সেন্সরযুক্ত ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৮ মেগাপিক্সেল সেন্সরযুক্ত সেলফি ক্যামেরা। আরও আছে এআই বিউটি ৩.০, পোর্ট্রেট মোড, ওয়াইড সেলফি, ১০৮০ পিক্সেল রেজুলেশনে ভিডিও ধারণ ক্ষমতাসহ আরও অনেক ফিচার। এছাড়া ফোনে ৫০০০ এমএএইচ-এর শক্তিশালী ব্যাটারি দেওয়া হয়েছে।
স্পার্ক ৮-সি দেশের সকল টেকনো রিটেইল আউটলেটে ম্যাগনেট ব্ল্যাক এবং টারকুইশ সায়ান দুটি কালারে পাওয়া যাবে। ফোনের প্রারম্ভিক মূল্য ১১,৯৯০ টাকা।স্পার্ক সিরিজের নতুন স্মার্টফোন স্পার্ক ৮-সি বাজারে নিয়ে এসেছে টেকনো। এই ফোনে রয়েছে ৯০ হার্জ ডিসপ্লে ও ৭জিবি র‍্যাম।
নতুন স্পার্ক ৮-সি এর দুটি ভেরিয়েন্ট বাজারে এসেছে ৬জিবি ও ৬৪জিবি এবং ৭জিবি ও ১২৮জিবি। ফোনে মূলত ৩ জিবি ও ৪ জিবি র‍্যাম থাকবে এবং টেকনো মেমরি ফিউশন প্রযুক্তির সাহায্যে অতিরিক্ত ৩ জিবি যোগ হবে। অর্থাৎ ব্যবহারকারীরা ইন্টারনাল স্টোরেজ থেকে অতিরিক্ত ৩ জিবি ভার্চুয়াল র‍্যামের সুবিধা পাবেন।
এছাড়া টেকনো স্পার্ক ৮-সি-তে আছে ৬.৬ ইঞ্চি এইচডি ও ডিসপ্লে। যা ৯০ হার্জ রিফ্রেশ রেট এবং ৪৮০ নিটস পিক ব্রাইটনেস প্রদান করবে।
স্পার্ক ৮-সি-তে আছে ১৩ মেগাপিক্সেল সেন্সর ও এআই সেন্সরযুক্ত ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৮ মেগাপিক্সেল সেন্সরযুক্ত সেলফি ক্যামেরা। আরও আছে এআই বিউটি ৩.০, পোর্ট্রেট মোড, ওয়াইড সেলফি, ১০৮০ পিক্সেল রেজুলেশনে ভিডিও ধারণ ক্ষমতাসহ আরও অনেক ফিচার। এছাড়া ফোনে ৫০০০ এমএএইচ-এর শক্তিশালী ব্যাটারি দেওয়া হয়েছে।
স্পার্ক ৮-সি দেশের সকল টেকনো রিটেইল আউটলেটে ম্যাগনেট ব্ল্যাক এবং টারকুইশ সায়ান দুটি কালারে পাওয়া যাবে। ফোনের প্রারম্ভিক মূল্য ১১,৯৯০ টাকা।

Thank you for reading this post, don't forget to subscribe!
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *