সিলেট নগরীতে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে রাকিব হোসেন মিজুকে গ্রেফতার করেছে র্যাব-৯। শনিবার মোগলাবাজার থানার চৌধুরীবাজার থেকে গ্রেফতার করেছে র্যাব-৯ এর একটি বিশেষ টিম।
Thank you for reading this post, don't forget to subscribe!জানা গেছে, ধর্ষিত হওয়া ওই কিশোরীকে শুক্রবার (২ অক্টোবর) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। এ ঘটনায় শুক্রবার রাতেই কিশোরীর মা বাদী হয়ে ধর্ষক মিজুর উপর থানায় মামলা (নং-৩(১০)২০২০) দায়ের করেন।
ওই কিশোরী নগরীর একটি স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। মামলায় অভিযুক্ত রাগিব হোসেন নিজু (১৮) দাড়িয়াপাড়ার মেঘনা ১৪/বি বাসিন্দা ও সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন জাউয়া বাজারের আব্দুল কাইয়ুমের ছেলে।
জানা যায়, ২৯ সেপ্টেম্বর বিয়ের প্রলোভন দেখিয়ে ওই কিশোরীকে বাসার ছাদে নিয়ে ধর্ষণ করে রাগিব হোসেন মিজু। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিঞা বলেন, ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজে ছাত্রাবাসে স্বামীকে বেধে রেখে গৃহবধুকে গণধর্ষণ করে নামধারী ছাত্রলীগ নেতাকর্মীরা। খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে ওই দম্পতিকে ছাত্রাবাস থেকে উদ্ধার করে পুলিশ। পরে ধর্ষণের শিকার নারীকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে ভর্তি করা হয়।
ঠিক একই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার সিলেটে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে এবং ধর্ষন মামলার আসামী রাকিব হোসেন মিজুকে শনিবার সন্ধ্যায় মোগলাবাজার থানার চৌধুরীবাজার এলাকা থেকে র্যাব ৯ এর অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

