ডায়ালসিলেট ডেস্ক:: বাংলাদেশিদের জন্য ৫ অক্টোবর থেকে নিষেধাজ্ঞার সময়সীমা কমিয়ে ৩১ জুলাই পর্যন্ত করেছে ইতালি। এতে করে বাংলাদেশিরা আগামী ১ আগস্ট থেকে ইতালি যেতে পারবেন।
Thank you for reading this post, don't forget to subscribe!গতকাল (বুধবার) ইতালি সরকার একটি নোটিশ টু এয়ারম্যান বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়, বাংলাদেশসহ ১৩টি দেশে ১৪ দিন অবস্থান করেছেন এমন কেউ ৩১ জুলাই পর্যন্ত ইতালিতে প্রবেশ করতে পারবে না। এ নোটিশ পরিবর্তিত না হলে ১ আগস্ট থেকে বাংলাদেশিরা ইতালিতে ঢুকতে পারবে।
নোটিশটি বাংলাদেশসহ মোট ১৩টি দেশের জন্য প্রযোজ্য। অন্য দেশগুলো হচ্ছে আর্মেনিয়া, বাহরাইন, ব্রাজিল, বসনিয়া হার্জেগোভিনা, চিলি, কুয়েত, উত্তর মেসিডোনিয়া, মলদোভা, ওমান, পানামা, পেরু ও ডমিনিকান রিপাবলিক।
করোনাভাইরাস পরিস্থিতিতে এর আগে বাংলাদেশ ছাড়া বাকি ১২টি দেশের জন্য ৫ অক্টোবর পর্যন্ত সব ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত জানিয়েছিল ইতালি। এর মধ্যে বাংলাদেশ থেকে একটি ফ্লাইট ইতালিতে পৌঁছানোর পর কয়েকজন বাংলাদেশির শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়। তবে তাদের কাছে কোভিড নেগেটিভ সনদ ছিল। এরপর তারা বাংলাদেশকেও এই তালিকায় অন্তর্ভুক্ত করে।

