ডায়ালসিলেট ডেস্ক :এয়ার ইন্ডিয়ার বিমানে নাশকতা চালানোর আগাম হুঁশিয়ারি দিয়ে রাখলেন খালিস্তানপন্থী গুরুপতবন্ত সিং পান্নুন। তিনি যাত্রীদের সতর্ক করে দিয়ে বলেছেন, ১ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে চড়বেন না। তবে কী ধরনের হামলা চালানো হতে পারে, তার কোনও উল্লেখ করেননি তিনি। শিখদের গণহত্যার ‘প্রতিশোধ’ নিতে গত বছর নভেম্বরেও একই রকম ভাবে এয়ার ইন্ডিয়া বিমানে হামলা চালানোর হুমকি দিয়েছিলেন শিখস ফর জাস্টিস (এসএফজে) এর প্রতিষ্ঠাতা পান্নুন, যিনি কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে দ্বৈত নাগরিকত্ব ধারণ করছেন। ভারতের বেশ কয়েকটি এয়ারলাইন্স সম্ভাব্য বোমা হামলা সম্পর্কে একাধিক হুমকিকল পাওয়ার মধ্যেই পান্নুনের নতুন হুমকি সামনে এসেছে, যদিও এর আগে সবকটি কলই ভুয়া বলে প্রমাণিত হয়েছে। এটি এমন একটি সময়ে ঘটেছে যখন ভারত এবং কানাডা হরদীপ সিং নিজ্জার হত্যাসহ একাধিক বিষয়ে কূটনৈতিক দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে। ২০২৩ সালের নভেম্বরে, পান্নুন একটি ভিডিও প্রকাশ করে দাবি করেন যে, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করা হবে এবং ১৯ নভেম্বর এয়ার ইন্ডিয়ার বিমানের যাত্রীদের তিনি সতর্ক করে দেন। ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা তাকে অপরাধমূলক ষড়যন্ত্র, ধর্মের ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতামূলক প্রচার এবং বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের (ইউএপিএ) অধীনে অভিযুক্ত করেছে। এদিকে বোমা হামলার হুমকি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রক উচ্চপর্যায়ের বৈঠক সেরেছে। আতঙ্কগ্রস্ত যাত্রীদের আশ্বস্ত করছে বেসামরিক বিমান নিরাপত্তা সংস্থা ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি (বিসিএএস)। বিভিন্ন বিমান সংস্থার সঙ্গে বৈঠকের পর বিসিএএস-এর ডিরেক্টর জেনারেল জ়ুলফিকর হাসান যাত্রীদের উদ্দেশে জানান, ভারতের আকাশসীমা সম্পূর্ণ নিরাপদ।
Thank you for reading this post, don't forget to subscribe!পান্নুনকে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০২০ সালের জুলাই থেকে রাষ্ট্রদ্রোহ এবং বিচ্ছিন্নতার অভিযোগে একজন সন্ত্রাসী মনোনীত করেছে, কারণ তিনি একটি পৃথক সার্বভৌম শিখ রাষ্ট্রের দাবিতে সমর্থনকারী একটি দল SFJ-এর নেতৃত্বে রয়েছেন। ভারত “দেশবিরোধী এবং নাশকতামূলক” কার্যকলাপে জড়িত থাকার জন্য SFJ কে “বেআইনি সংগঠন” হিসেবে নিষিদ্ধ করে ।
সূত্র : ইন্ডিয়া টুডে

