করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ২২জনের মৃত্যু হয়েছে এবং শনাক্ত হয়েছেন ২ হাজার ৩৮১ জন । সুস্থ হয়েছেন ৮১৬ জন।
Thank you for reading this post, don't forget to subscribe!এ পর্যন্ত দেশে করোনাভাইরাসে মোট মারা গেলেন ৬৭২ জন ও সংক্রমিত হয়েছেন ৪৯ হাজার ৫৩৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১০ হাজার ৫৯৭ জন।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এমন তথ্য জানানো হয়। অনলাইন বুলেটিনে বলা হয়, ৫২টি ল্যাবে (পরীক্ষাগার) গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৩৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। সনাক্ত হয়েছেন ২ হাজার ৩৩৪ জন।
এদিকে সিলেটে জেলায় করোনা আক্রান্তে শনাক্ত হয়েছেন নতুন ২১জনসহ মোট ৫৫৫ জন । মৃতের সংখ্যা ১৪ জন। সুনামগঞ্জে জেলায় করোনা আক্রান্তে শনাক্ত হয়েছেন নতুন ২১ জনসহ মোট ১৬৫জন। হবিগঞ্জে জেলায় করোনা আক্রান্তে শনাক্ত হয়েছেন নতুন ২১ জনসহ মোট ১৯২জন এবং মৌলভীবাজারে জেলায় করোনা আক্রান্তে শনাক্ত হয়েছেন নতুন ৩০ জনসহ মোট ১২৮ জন।
এতে সুস্থ হয়েছেন মোট ২৭০ জন। এর মধ্যে সিলেটে ৭৭, সুনামগঞ্জে ৬১, হবিগঞ্জে ৮৯ ও মৌলভীবাজারে ৪৩ জন ।

