Thank you for reading this post, don't forget to subscribe!
ডায়াল সিলেট ডেস্ক :: বাংলাদেশের যেকোনো নাগরিক পাকিস্তানের ভিসার জন্য অনলাইনে আবেদন করলে ২৪ ঘণ্টার মধ্যে ভিসা পাওয়া যাবে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। এক্ষেত্রে স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা কোনোরকম ফি ছাড়াই পাওয়া যাবে বলে জানান তিনি।
বুধবার দুপুরে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ মিলনায়তনে পাকিস্তান বাংলাদেশের মধ্যকার দুই দেশের ব্যবসা বাণিজ্য প্রসার বিষয়ক আলোচনায় এ কথা বলেন তিনি।
পাকিস্তান হাইকমিশনার বলেন, ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক ধীরে ধীরে উন্নততর ও দৃঢ় হচ্ছে। এই উন্নতিতে তিনি (মাশাআল্লাহ) খুশি বলে জানান। এ সময় তিনি সম্পর্ক আরও দৃঢ় হোক- এই প্রত্যাশা করেন।
বাংলাদেশের ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের দুই দেশের মধ্যে অনেক পণ্যের চাহিদা রয়েছে। যেসব পণ্যের চাহিদা রয়েছে, সেই বিষয়গুলো যাচাই করার জন্য ব্যবসায়ীদের বলেন তিনি।
রংপুর অঞ্চলের উৎপাদিত কৃষিপণ্য আমদানি-রপ্তানির ক্ষেত্রে কোনো শুল্ক সুবিধা থাকবে কিনা? এমন প্রশ্নের উত্তরে পাকিস্তান সরকারকে এ বিষয়টি অবহিত করবেন বলে জানান তিনি।
আলোচনা শেষে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ রংপুর চেম্বারের নেতাদের হাতে উপহার তুলে দেন।
এ সময় রংপুর জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আকবর আলী, সহ-সভাপতি মামুন উর রশীদ মামুন, জামায়াতে ইসলামী জেলা আমির গোলাম রব্বানী, মহানগর আমির এটিএম আজম খান, সাংবাদিক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
