ডাযালসিলেট ডেস্ক:: হবিগঞ্জ সদরসহ পঞ্চম ধাপে ৩১টি পৌরসভায় ভোটগ্রহণ ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
Thank you for reading this post, don't forget to subscribe!মঙ্গলবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসির সিনিয়র সচিব মো. আলমগীর।
সচিব বলেন, তফসিল অনুযায়ী এসব পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২ ফেব্রুয়ারি, যাচাই-বাছাই ৪ ফেব্রুয়ারি, মনোনয়ন প্রত্যাহার ১১ ফেব্রুয়ারি, প্রতীক বরাদ্দ ১২ ফেব্রুয়ারি এবং ভোটগ্রহণ হবে ২৮ ফেব্রুয়ারি।
এই ধাপের সব পৌরসভায় ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে বলেও জানান সচিব।
সচিব আরও বলেন, ভোটের দিন সাধারণ ছুটি থাকবে না। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে ভোটগ্রহণ চলবে।

