আন্তর্জাতিক ডেস্কঃঃ দুই বছর পর ইসরায়েলে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে তুরস্ক। নিয়োগপ্রাপ্ত নতুন রাষ্ট্রদূতের নাম ইউফুক উলুতাস (৪০)। এর আগে ২০১৮ সালে মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থান্তরের প্রতিবাদে দেশটি ইসরায়েল থেকে রাষ্ট্রদূত সরিয়ে নিয়েছিল। যুক্তরাষ্ট্রে সদ্য বিজয়ী প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের জন্য তুরস্ক ইসরায়েলে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিল বলে এক প্রতিবেদনে বলা হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!প্রতিবেদনে উলুতাসকে একজন ‘অত্যন্ত মার্জিত, চতুর এবং ফিলিস্তিনপন্থী’ হিসেবে উল্লেখ করা হয়েছে। জেরুজালেমে হিব্রু বিশ্ববিদ্যালয়ে তিনি হিব্রু এবং মধ্য প্রাচ্যের রাজনীতি নিয়ে পড়াশুনা করেছেন। এ ছাড়া তিনি একজন ইরান বিশেষজ্ঞ। তবে তিনি পেশায় কূটনীতিক নন বলেও জানানো হয়।
এর আগে, ২০১০ সালে প্রথমবারের মতো ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে তুরস্ক। ফিলিস্তিনিপন্থী তুর্কি কর্মীদের ইসরায়েলি সেনারা হত্যা করে। এর প্রতিবাদে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে তুরস্ক।

