বিনোদন ডেস্ক::তামিল, তেলেগু, মালয়ালাম, কন্নড়, হিন্দিসহ পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে ভারতের দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত সিনেমা পুষ্পা: দ্য রাইজ। ১৭ ডিসেম্বর মুক্তি পায় সিনেমাটি। এরইমধ্যে ৩০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে সিনেমাটি। এ সিনেমায় প্রথমবারের মতো একটি আইটেম গানে নেচেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ভারতীয় একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, তিন মিনিট ৪৮ সেকেন্ডের এই গানটিতে নাচের জন্য ৫ কোটি রুপি পারিশ্রমিক দেয়া হয়েছে সামান্থাকে। অন্য যে কোনো পারফরমেন্সের চেয়ে এই গানটির জন্য অনেক বেশি পরিশ্রম করেছেন সামান্থা। সামাজিক যোগাযোগ মাধ্যমে একথা নিজেই জানিয়েছেন অভিনেত্রী। গানটি যেমন দর্শকপ্রিয়তা পেয়েছে, তেমনই খোলামেলা দৃশ্যের জন্য বেশ সমালোচনার মুখেও পড়েছিলেন অভিনেত্রী।
Thank you for reading this post, don't forget to subscribe!
