Thank you for reading this post, don't forget to subscribe!
ডায়াল সিলেট ডেস্ক :: ইসরাইলের ৪৪টি ইসরাইলি ড্রোন ও কোয়াডকপ্টার ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইরান। গত ৪৮ ঘণ্টায় এসব ড্রোন ও কোয়াডকপ্টার ভূপাতিত করা হয়।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
ইরানের সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার আহমাদ আলি জানিয়েছেন, গত ৪৮ ঘণ্টায় ইরানের আকাশসীমায় প্রবেশের চেষ্টা করা ৪৪টি ইসরাইলি ড্রোন ও কোয়াডকপ্টার গুলি করে নামানো হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএর বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, তেহরানে একাধিক গাড়িবোমার বিস্ফোরণ ঘটিয়েছে ইসরাইল-সম্পৃক্ত নাশকতাকারীরা। এর কিছুক্ষণ পর ইসরাইলের দিকে লক্ষ্য করে অন্তত ৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
বিবিসির খবরে বলা হয়েছে, রোববার ইসরাইলের হামলার পর তেহরানের উত্তরাঞ্চলে তাজরিশ স্কয়ার এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ভিডিও ফুটেজ দেখে বিবিসি তাজরিশ স্কয়ার এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে নিশ্চিত হয়েছে। হামলার পর আরও কয়েকটি ভিডিও যাচাই করে দেখা যায়, হামলায় পানির পাইপ ফেটে ও পয়োনিষ্কাশন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়ে এলাকায় পানি জমে গেছে। তেহরানের আকাশে ধোঁয়ার ঘন কুণ্ডলীও দেখা গেছে।
