Thank you for reading this post, don't forget to subscribe!
ডায়াল সিলেট ডেস্ক :: ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়া অঞ্চলে শনিবার (২৬ জুলাই) ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিদ্যা সংস্থা এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানায়, স্থানীয় সময় দুপুর ১২টা ৩১ মিনিটে এই অঞ্চলের রাজধানী সোরং থেকে ৬৪ কিলোমিটার দূরে ১০ কিলোমিটার গভীরতায় ভূমিকম্পটি অনুভূত হয়।
জার্মান সেন্টার ফর জিওরিসার্চ (জিইওফন) ভূমিকম্পটির মাত্রা ৫.৯ ছিল বলে পরিমাপ করেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, এটি ৫.৭ মাত্রার ছিল।
কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের ফলে তাৎক্ষণিকভাবে সুনামির কোনো সতর্কতা নেই। সেই সঙ্গে হতাহতের বা অবকাঠামোগত ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
