দিন দিন বাড়ছে করোনা শনাক্তের হার। গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১০৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর আগে গত ২৫ মার্চ একদিনে শনাক্ত ছিল ১০২ জন। এরপর আর শতকের ঘর অতিক্রম করেনি।

Thank you for reading this post, don't forget to subscribe!

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় কারো মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার (১২ জুন) এ তথ্য জানানো হয়েছে।

গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তর ৭১ জনের করোনা শনাক্তের খবর দেয়। গত এক সপ্তাহ ধরেই প্রতিদিন বাড়ছে করোনা শনাক্ত। গত মঙ্গলবার ৫৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল। পরদিন বুধবার শনাক্ত হয় ৫৮ জনের দেহে। বৃহস্পতিবার তা বেড়ে দাঁড়ায় ৫৯ জনে। শুক্রবার সেটা বেড়ে হয়েছে ৬৪ জন। আজ শনিবার তা বেড়ে দাঁড়িয়েছে ৭১ জনে।

আজকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন শনাক্তদের নিয়ে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৪ হাজার ১১৫ জনে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ০৬ শতাংশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় কারো মৃত্যু না হওয়ায় এ পর্যন্ত মৃত্যু সংখ্যা ২৯ হাজার ১৩১ জনেই আছে। ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ২৬৬ জন।
২৪ ঘণ্টায় ৫ হাজার ৩৩০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ২৮০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ০৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৮ শতাংশ।

আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ০৬ শতাংশ। এর আগে গত ২৫ মার্চ একদিনে শনাক্ত ছিল ১০২ জন। এরপর আর শতকের ঘর অতিক্রম করেনি।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *