টার্মিনালে রাখা বাসের তেল ও যন্ত্রাংশ চুরি এবং শ্রমিকদের মারধর করার প্রতিবাদে ঝালকাঠি থেকে রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রয়েছে। আজ মঙ্গলবার (২৩ মার্চ) সকাল থেকে এ ধর্মঘট শুরু হয় বলে জানিয়েছেন জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাদুর চৌধুরী।
Thank you for reading this post, don't forget to subscribe!তিনি জানান, সোমবার রাতে বিভিন্ন স্থান থেকে যাওয়া ঝালকাঠি মালিক সমিতির ৪৫টি বাস রূপাতলী বাসস্ট্যান্ডে রাখা হয়। ঐ দিন রাত সাড়ে ১২টার দিকে রূপাতলী বাসস্ট্যান্ড থেকে ঝালকাঠি মালিক সমিতির বাসগুলোর চাকা ছিদ্র করে দিয়ে তার ব্যাটারি, তেলসহ যন্ত্রাংশ নিয়ে যায় থ্রি হুইলার শ্রমিকরা। এ ঘটনায় কয়েকজন বাস শ্রমিকরা বাধা দিলে তাদের মারধর করে মোবাইল ও টাকা পয়সা নিয়ে যায় আলফা শ্রমিকরা।
এছাড়াও এসব রুটের টিকিট কাউন্টারগুলো উঠিয়ে নিয়ে যায় তারা। এ ঘটনার প্রতিবাদ ও বিচার দাবিতে বরিশাল, ঝালকাঠী ও পিরোজপুরের বাস ও মিনিবাসের শ্রমিকরা একযোগে অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘট ডেকেছেন। বিষয়টি সুরাহা ও টার্মিনালে যানবাহনের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলেও জানান তিনি।

