কক্সবাজার থেকে ৯ ঘণ্টায় ঢাকায় পৌঁছালো ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেন। এক হাজার ১০ যাত্রী নিয়ে প্রথমবার কক্সবাজার থেকে ঢাকায় আসে এটি।
Thank you for reading this post, don't forget to subscribe!শুক্রবার (১ ডিসেম্বর) রাত ৯টা ৩৮মিনিটে কমলাপুর রেল স্টেশনে পৌঁছায় ট্রেনটি।
এর আগে দুপুর ১২টা ৪০ মিনিটে কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে আসে।
এদিকে ফের রাত সাড়ে ১০টায় কমলাপুর স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেন। এতে ২০টি কোচে প্রায় এক হাজার ২৫ যাত্রী নিয়ে কক্সবাজার যাবে এটি।

