স্পোর্টস ডেস্কঃঃ খেলায় ফিরতে লঙ্কা প্রিমিয়ার লীগ আয়োজন করেছিল শ্রীলঙ্কা। সেই লীগই চোটের কারণ হয়ে দাঁড়িয়েছে তাদের জন্য! কলম্বো কিংসের হয়ে সেমিফাইনাল খেলতে গিয়ে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। যে চোট তাকে ছিটকে দিয়েছে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে! অবশ্য ম্যাথুজের চোটের বিস্তার জানা না গেলেও, প্রারম্ভিকভাবে বলা হচ্ছে, প্রোটিয়াদের বিপক্ষে দুই টেস্টের সিরিজে খেলতে পারবেন না লঙ্কান অলরাউন্ডার। যার প্রথমটি শুরু হবে ২৬ ডিসেম্বর। ম্যাথুজ বলেন, ‘ফিজিও পর্যবেক্ষণ করেছে। তাদের মনে হয়েছে, আমি দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলতে পারবো না। তবে এমআরআই করবো। এর পরেই বিস্তারিত কিছু বলা যাবে।’
Thank you for reading this post, don't forget to subscribe!দীর্ঘ দিন ধরেই এই হ্যামস্ট্রিং ও কাফ ইস্যুতে গছেন ম্যাথুজ।
এই ধরনের চোটে এর আগেও কয়েক মাসের জন্য ছিটকে গেছেন। তবে সুস্থতার জন্য বিগত কয়েক বছর ধরে ফিটনেস ধরে রাখতে কঠোর পরিশ্রম করে যাচ্ছিলেন। কমিয়েছেন ওজনও। কিন্তু তার পরেও হ্যামস্ট্রিং ইনজুরি থেকে বাঁচতে পারলেন না। যে চোট তাকে শঙ্কায় ফেলে দিলো আরেকটা সফরে।

