ডায়ালসিলেট ডেস্ক :: নেক আমল পালনের মাধ্যমে প্রত্যেকটি ঘরকে মাদ্রাসায় পরিনত করতে হবে। ইসলামের শিক্ষায় সমাজকে আলোকিত করে গড়ে তুলতে প্রত্যেকটি মুসলিম বাড়ি যেন একেকটি মাদ্রাসার ভূমিকা পালন করে- বলেছেন শায়খুল হাদিস আল্লামা মুফতি মো. রশিদুর রহমান (ফারুক), পীর সাহেব বরুণা। ‘খামারবাড়ী ইলাহী জামে মসজিদ’র উদ্বোধনী দিনে জুমআ’র নামাজের বয়ানে তিনি এসব কথা বলেন।
Thank you for reading this post, don't forget to subscribe!শুক্রবার (১ জানুয়ারী ২০২১) জুমআ’র নামাজের আগে সিলেট সদর উপজেলার শ্যামলনগর-ভাটায় নব নির্মিত ‘খামারবাড়ী ইলাহী জামে মসজিদ’ এর শুভ উদ্বোধন করেন- আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, আধ্যাত্মিক রাহবার, শায়খুল হাদিস আল্লামা মুফতি মো. রশিদুর রহমান (ফারুক), হাফিজাহুল্লাহু, পীর সাহেব বরুণা ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আলহাজ্ব আরিফুল হক চৌধুরী।
এসময় সিলেট সিটি করপোরেশনের মেয়র আলহাজ্ব আরিফুল হক চৌধুরী শ্যামলনগর-ভাটায় ‘খামারবাড়ী ইলাহী জামে মসজিদ’টি নির্মান করতে পারায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং এলাকাবাসির সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এর আগে ২০১০ সালে খলিফায়ে মাদানী শায়খুল মাশায়েখ, দারুল উলুম ঈনুল ইসলাম হাটহাজারী চট্রগ্রামের তৎকালীন মহাপরিচালক, মরহুম আল্লামা হযরত শাহ আমদ শফী খামারবাড়ী ঈলাহী জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন।
বাদ জুমআ মসজিদের উদ্বোধন উপলক্ষে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর মালিকানাধিন খামারবাড়িতে শিরনীর আয়োজন করা হয়।
আধুনিক স্থাপত্যরীতি মেনে নির্মিত খামারবাড়ী ইলাহী জামে মসজিটির স্থপতি মেয়র কন্যা সাইকা তাবাস্সুম চৌধুরী নাহিয়া।

