মিলনের বাড়ি রাজশাহী জেলায়। তাঁর বাবার নাম ইউসুফ।গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ইনস্টিটিউটের নিচতলায় বাথরুমে গিয়ে নিজের শরীরে আগুন ধরিয়ে দেন মিলন। দগ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। আজ শনিবার (২০ মার্চ) সকালে মারা গেছেন ২৭ বছর বয়সী এই কর্মচারী।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রিসিপশনে এক বছর ধরে কাজ করছিলেন মিলন। শারীরিক প্রতিবন্ধী ছিলেন তিনি। অনেক ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন। এদিকে কর্মস্থলে তার গত কয়েক মাসের বেতনও বকেয়া ছিল। শারীরিক প্রতিবন্ধী থাকায় চলাফেরা করতেন হুইল চেয়ারে। শুক্রবার (১৯ মার্চ) দিবাগত রাত পৌনে ১টার দিকে হুইল চেয়ার নিয়ে বাথরুমে যান মিলন। পরে বাথরুম থেকে তাঁকে দগ্ধ অবস্থায় দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকালে তাঁর মৃত্যু হয়।

মিলন ঋণগ্রস্ত ছিলেন। এদিকে কর্মস্থলে তাঁর গত কয়েক মাসের বেতনও বকেয়া ছিল। তাই এসব ঘটনার মানসিক যন্ত্রণা থেকে পরিত্রাণ পেতে শুক্রবার দিবাগত রাতে বাথরুমে গিয়ে নিজের শরীরে আগুন ধরিয়ে দেন।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *