ডায়ালসিলেট ডেস্ক :: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গোপন সংবাদেও ভিত্তিতে সিলেট কাস্টমস ৩ কেজি র্স্বণ যা প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের ২৫টি বার ও স্বর্ণালংঙ্কারসহ এক যাত্রীকে আটক করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টায় ওমানের মাসকাট থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি ২২২ ফ্লাইট থেকে আবির হোসেন নামের এক যাত্রীকে আটক করা হয়।
আবির হোসেন নোয়াখালী জেলার হাতিয়ার আব্দুল আজিজের ছেলে। তিনি ওমানের মাসকাট থেকে আসছিলেন। তার গন্তব্য্যস্থল ছিল ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।
সিলেট কাস্টমসের সহকারি কমিশনার আহমেদুর রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে আবির হোসেনের হাতব্যাগ তল্লাশি করে ২৫টি স্বর্ণের বার এবং ১০০ গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার জব্দ করা হয়। বারগুলোর ওজন ২ কেজি ৯০০ গ্রাম। যার মূল্য প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা ।
এর আগে সে আরো দুই বার স্বর্ণ ও বার চালান করার সময় ধরা পরে। বর্তমানে তার বিরুদ্ধে মামলা সহযোগে বিমানবন্দর থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন চলছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *