বিনোদন ডেস্ক:ভারতীয় ক্রিকেট দলের ম্যাচ জেতাই হোক বা ক্রিসমাস, পুনম পাণ্ডে সবসময়ই তার অনুরাগীদের চমক দেওয়ার জন্য প্রস্তুত। তাও আবার যেনতেন চমক নয়। রীতিমতো নিজেকে ক্যামেরার সামনে উন্মোচিত করেন তিনি। মাঝে মধ্যে তো গায়ে একটাও সুতো থাকে না তার। নগ্নতা নিয়ে তার লজ্জা নেই। পুরুষমনে সুড়সুড়ি কীভাবে দিতে হয়, তাও ভালই জানেন তিনি। এদিকে দীপাবলির আগে অনুরাগীদের আনন্দ দিতে নতুন উপহার নিয়ে হাজির হলেন তিনি। তবে এই উপহার সম্পূর্ণ আলাদা।
দীপাবলি উপলক্ষে নতুন ভিডিও পোস্ট করেননি তিনি। বরং এবার নতুন এক প্রতিযোগিতার আয়োজন করেছেন। এই প্রতিযোগিতা তার ‘বেটাইম স্টোরিজ’ নিয়ে। কিছুদিন আগে ইনস্টাগ্রামে ও ফেসবুকে নিজের ছবি পোস্ট করে পুনম লিখেছিলেন, তিনি তার দুই সৌভাগ্যবান অনুরাগীকে দামী ফোনব গিফট করবেন। রবিবার সেই সৌভাগ্যবানদের নাম ঘোষণা করার কথা ছিল পুনমের। সেটি করেনও তিনি। তার নাম রামনাথ কুমার। বিশাখাপত্তনমের বাসিন্দা তিনি। ওই সৌভাগ্যবান অনুরাগীর সঙ্গে ২৪শে অক্টোবর দিওয়ালি পার্টিতে দেখা করবেন পুনম। সঙ্গে তিনি তার ওয়েবসাইটে ‘বেডটাইম স্টোরিজ’ দেখার আবেদনও জানিয়েছেন। বলেছেন, এখান থেকেই জেতা যাবে পুরস্কার। অর্থাৎ পুনম পাণ্ডের সঙ্গে একটা সন্ধ্যা কাটাতে চাইলে এবার দেখতে হবে ‘বেডটাইম স্টোরিজ’।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *