বিনোদন ডেস্ক:বলিউডের নতুন প্রজন্মের মধ্যে অল্প সময়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর। তার অভিনীত একটি ছবি মুক্তি পেয়েছে। হাতে আছে আরো বেশ কিছু। কিন্তু, প্রায় প্রত্যেকদিন ‘পেজ থ্রি’-তে জায়গা করে নিচ্ছেন শ্রীদেবীকন্যা। জিম হোক বা ডিনার ডেট- ছোট পোশাক জাহ্নবীর বেশ পছন্দের। তাই পাপারাৎজিদেরও বেশ প্রিয় বলিউডের এই উঠতি অভিনেত্রী। তবে এবার নতুন করে আলোচনায় আসলেন তিনি। কারণটা হলো সম্প্রতি ন্যুড পোশাকে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি।
আর সেই ছবি ঝড়ের মতো অনলাইনে ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে পোশাকটি একেবারে গায়ের সঙ্গে মিশে গিয়েছে এ অভিনেত্রীর। তার সুঠাম চেহারায় লেপ্টে থাকা স্কিন কালারের পোশাকটি নজর কাড়ছে সবার। মুম্বইতেই তার এই ছবিটি তোলা হয়েছে। নিজের গাড়ি থেকে নেমে কোথাও যাচ্ছেন জাহ্নবী। এই পোশাকের সঙ্গে তার হাতে রয়েছে কালো রঙের একটি ব্যাগ ও সাদা স্নিকার। মুখে সামান্য মেক আপ, আর খোলা চুল। কেউ কেউ মনে করছেন, কিম কার্দাশিয়ানের লুকের সঙ্গে মিল রয়েছে জাহ্নবীর। আর কিম এরকম ন্যুড ড্রেস মাঝে মধ্যেই পরেন। তবে জাহ্নবী কিন্তু এই পোশাকে একেবারে ফিট। ‘ধড়ক’ ছবিতে ইশান খট্টরের বিপরীতে দেখা গিয়েছে তাকে। সেটাই তার প্রথম ছবি। শ্রীদেবীর মৃত্যুর পর ওই ছবি মুক্তি পায়। এছাড়া, তার হাতে দুটি ছবি রয়েছে। এরমধ্যে ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’ শীর্ষক একটি ছবিতে অভিনয় শুরু করেছেন। এখানে ভারতীয় বায়ুসেনার নারী পাইলটের ভূমিকায় দেখা যাবে তাকে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *