ডায়ালসিলেট ডেস্ক:দীর্ঘ ১৫ বছর পর অনুষ্ঠিত হলো বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন। এতে মোস্তাকুর রহমান মফুর ও আনহার মিয়া আবারও সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

সম্মেলনে সভাপতি পদে মোস্তাকুর রহমান মফুর ও সাধারণ সম্পাদক পদে আনহার মিয়ার কোনো প্রতিদ্বন্দ্বি না থাকায় কোন রকম ভোটগ্রহণ ছাড়াই তাদের নির্বাচিত ঘোষণা করা হয়। রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি মোস্তাকুর রহমান মফুর উপজেলা পরিষদের ও মো. আনহার মিয়া বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এর আগে শুক্রবার বিকাল ৩টায় বালাগঞ্জ উপজেলা সদরস্থ এমএ খান অডিটোরিয়ামে এ সম্মেলন শুরু হয়। সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।

সম্মেলনের উদ্বোধন করেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান ও প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর সভাপতি বদর উদ্দিন কামরান, সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সহ দফতর সম্পাদক জগলু চৌধুরী।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *