প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০১৯
ডায়ালসিলেট ডেস্ক:সিলেট জেলা ট্র্যাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন এবং দক্ষিণ সুরমা উপজেলা উপ কমিটির নব নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা দিয়েছে জালালপুর ট্র্যাক, পিকআপ, কাভার্ডভ্যান চালক সমবায় সমিতি। শনিবার দুপুরে দক্ষিণ সুরমার জালালপুর বাজারে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ট্র্যাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রী আবু সরকার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সড়ক পরিবহণ আইণ হতে হবে শ্রমিকবান্ধব। জনগণ ও শ্রমিকদের স্বার্থপরিপন্থী কোন আইণ আমরা মানবোনা। আগামী ৯ নভেম্বর জেলা শ্রমিক ইউনিয়নের অফিসে বিভাগীয় সভায় বিষয়টি নিয়ে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে মন্তব্য করেন তিনি। এ জন্য শ্রমিকদের প্রস্তুত থাকতে ও অনুরোধ জানান আবু সরকার।
জালালপুর ট্র্যাক, পিকআপ, কাভার্ডভ্যান চালক সমবায় সমিতির সভাপতি শাহ মোঃ আব্দুল মালিকের সভাপতিত্বে এবং ট্র্যাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন দক্ষিণ সুরমার সহ সভাপতি জুমায়েল ইসলাম জুমেলের পরিচালনায় সংবর্ধনা অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা সুলাইমান হোসেন, সাবেক চেয়ারম্যান ও সদর দক্ষিণ নাগরিক কমিটির সহ সভাপতি আলহাজ¦ আব্দুল মতিন, মোগলাবাজর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা, জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মলিক মিয়া এবং জালালপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জিল্লুর রহমান জিলন। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ট্র্যাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আমির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, কোসাধ্যক্ষ রাজু আহমদ তুরু, সিলেট জেলা ট্র্যাক মালিক সমিতির সহ সম্পাদক ফয়জুল ইসলাম, ট্র্যাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন দক্ষিণ সুরমা উপজেলা কমিটির সভাপতি কাওছার আহমদ, সাধারণ সম্পাদক মারুফ আহমদ প্রমুখ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জালালপুর শাখার সদস্য মোঃ উস্তার আলী এবং কোরআন তেলাওয়াত করেন কয়েছ আহমদ। অনুষ্টানে জেলা ও দক্ষিণ সুরমা উপজেলা কমিটির সকল নেতৃবৃন্দকে ক্রেস্ট প্রদান করা হয়। বিজ্ঞপ্তি
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech