প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০১৯
ডায়ালসিলেট ডেস্ক :: সিলেট নগরীর শিবগঞ্জ থেকে অস্ত্রসহ এক যুবককে আটক করেছে র্যাব। শুক্রবার রাত সোয়া ১০টার দিকে শিবগঞ্জস্থ সাফরান রেস্টুরেন্ট থেকে বদরুজ্জামান সাগর নামের ওই যুবককে আটক করা হয়।
সে চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার পূর্ব দূর্গাপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে। বর্তমানে সে সিলেট নগরীর শিবগঞ্জ হাতিমবাগ এলাকায় বসবাস করতো।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সাফরান রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। এসময় রেস্টুরেন্টের ক্যাশ কাউন্টারের বাম পাশে বসে থাকা সাগরের দেহ তল্লাশি করে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech