অন্তর্বাসে ভাইরাল দিশা

প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৯

অন্তর্বাসে ভাইরাল দিশা

বিনোদন ডেস্ক:বলিউড অভিনেত্রী দিশা পাটানি মানেই ইন্টারনেটে বিস্ফোরণ। একটি বিজ্ঞাপণের মধ্যে দিয়ে গ্ল্যামার দুনিয়ায় তার আত্মপ্রকাশ। তারপর অবশ্য পিছন ফিরে তাকাতে হয়নি। বলিউডেও এন্ট্রি নিয়েছেন তিনি। টাইগার শ্রফের সঙ্গে সম্পর্কের জেরেও আলোচনায় ছিলেন বেশ। এদিকে ইন্সটাগ্রামে তার ভক্ত সংখ্যাও চমকে যাওয়ার মতো। এই মুহূর্তে তার হাতে বেশ কিছু ছবির কাজ রয়েছে। তবে সেসব বাদ দিলেও মাঝেমধ্যেই ভক্তদের জন্য কিছু না কিছু উপহার রাখেন তিনি।
বিকিনি ছবি তো রয়েইছে। কয়েকদিন আগে বিখ্যাত একটি অন্তর্বাস কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হয়েছেন দিশা। আর তার ফটোশুট করেছেন কেবল অন্তর্বাস পড়ে। কালো ও লাল রঙের মিশেলে তার অন্তর্বাস পড়া ছবিটি এখন ভাইরাল। এ ছবির বিপরীতে অসংখ্য কমেন্টও জমা পড়েছে। অনেকেই দিশার এমন লুকের প্রশংসা করেছেন। বলেছেন, দিশার ফিগার এই পোশাকের জন্য পারফেক্ট। তবে আবার কেউ কেউ সমালোচনা করে বলেছেন, এই ছবি অশ্লীলতার পর্যায়ে পড়ে। সরাসরি অশ্লীলতাই করছেন দিশা পাটানি।

0Shares