ডায়ালসিলেট ডেস্ক :: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে অস্ত্রসহ চার যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে শহরের উত্তরসুর এলাকার পর্যটন নিবাস হোটেলের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মৌলভীবাজারের সদর ইউনিয়নের উলুয়াইল গ্রামের ছানাউর আলমের ছেলে সাহেল আহমদ, বিহারীবাদ এলাকার আবু তাহেরের ছেলে ছয়ফুল মিয়া, শ্রীমঙ্গল দক্ষিণ উত্তরসুর এলাকার মৃত শফিকুর রহমানের ছেলে ছাদিকুর রহমান ও একই এলাকার আব্দুল ছাত্তারের ছেলে জুয়েল আহমদ।

আটক চার যুবকের কাছ থেকে একটি পিস্তল ও খেলনা রিভলবার উদ্ধার করা হয়েছে। এছাড়া জব্দ করা হয়েছে তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে চার যুবককে আটক করা হয়। পরে দেহ তল্লাশী করে অস্ত্র পাওয়ায় আটকদের থানায় আনা হয়েছে।’

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *