ডায়ালসিলেট ডেস্ক :: সিলেট জেলা আওয়ামী লীগের এডভোকেট নাসির উদ্দিন খান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, মদন মোহন কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী সংসদ ছাত্রলীগের সাবেক সহ সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন খান অভিনন্দন জানিয়েছেন।
সিলেট আওয়ামী লীগ এডভোকেট নাসির উদ্দিন খানের নেতৃত্বে এগিয়ে যাবে এ প্রত্যাশা করেন এবং নবনির্বাচিত কমিটির সুযোগ্য নেতৃত্বে সিলেট জেলা ও মহানগরে দলের কার্যক্রম আরো বেগবান ও গতিশীল হবে বলে অভিনন্দন বার্তায় তিনি আশাবাদ ব্যক্ত করেন ।
নতুন কমিটি সকলকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে দলীয় কার্যক্রম চালাবে বলেও অভিনন্দন বার্তায় তিনি উল্লেখ করেন।