নিজেস্ব প্রতিবেদক :: সিলেটে এই প্রথম আজ শুরু হতে যাচ্ছে ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট জেলা ও মহানগর আওয়াামী লীগের সম্মেলন ও কাউন্সিল। কাদের উপর দলের ভার পড়বে সিলেট আওয়ামীলীগের জেলা ও মহানগরের দ্বায়িত্ব। কাদের উপর আশা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা নির্ধারণ করা হবে আজকের এই সম্মেলনকে ঘিরে।
এই সম্মেলনকে ঘিরে ইতোমধ্যে মাঠে প্রস্তুতি হয়েছে নৌকার আদলে সম্মেলন মঞ্চ। সকাল ১১টায় সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
সম্মেলন ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে রয়েছে আনন্দ-উচ্ছাস। আজ জেলা ও মহানগরে আলোচনায় চারটি পদে ঘোষণা হবে নাম।
এই শীর্ষ চারটি পদে আসতে ইতোমধ্যে দৌড়ঝাঁপে ছিলেন ডজনখানেক নেতা।
নগরীর প্রত্যেকটি জায়গায় ব্যানার ও ফেস্টুন টাঙিয়ে নেতাদের ছবি দিয়ে সাজসজ্জায় সজ্জিত করা হয়েছে । এবারের সম্মেলনকে ঘিরে জেলা ও মহানগর আওয়াামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক পদে আসতে পারে অনেক নতুন মূখ।
তবে অনেক নেতারা থাকিয়ে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধানের অপেক্ষায়। সম্মেলনের তারিখ ঘোষণা হওয়ার পর থেকেই ব্যাপক সাড়া পড়েছে তৃণমূলে। আজ সম্মেলন ও কাউন্সিলের মধ্যদিয়ে সিলেটের জেলা ও মহানগর চুড়ান্ত পর্যায়ে সভাপতি-সাধারণ সম্পাদক পদে নেতৃত্ব নির্বাচন করা হবে।