কবি তপন মজুমদারের বিদায় সম্বর্ধনায় সাহিত্য সংগঠন ‘কবি কন্ঠ’র আত্মপ্রকাশ

প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০১৯

কবি তপন মজুমদারের বিদায় সম্বর্ধনায় সাহিত্য সংগঠন ‘কবি কন্ঠ’র আত্মপ্রকাশ

ডায়ালসিলেট ডেস্ক:কবি ও সংগঠক তপন মজুমদার এর প্রবাস জীবন গ্রহণে বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে সাহিত্য সংগঠন ‘কবি কন্ঠ’র আত্মপ্রকাশ হয়েছে শুক্রবার রাত ৮ ঘটিকার সময় নগরীর একটি অভিজাত রেষ্টুরেন্টে। কবি ও সংগঠক ধ্রুব গৌতম এর পরিচালনায় ‘কবি কন্ঠ’র আত্মপ্রকাশ অনুষ্ঠানে গবেষক মোস্তাক চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সিলেট জেলা সংসদের সভাপতি এনায়েত হাসান মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যশিল্পী সাখাওয়াত আলী শাহী, কবি সাবিনা আনোয়ার ও কবি কন্ঠ’র সভাপতি বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ও নাট্যঅভিনেতা বাবুল আহমদ। সভায় এছাড়াও উপস্থিত ছিলেন কবি দুলাল শর্মা চৌধুরী, ছড়াকার চন্দ্র শেখর দেব, লেখিকা মাসুদা সিদ্দিকা রুহী, ছড়াকার মিনহাজ ফয়সল,শফিকুর রহমান চৌধুরী, সাংবাদিক এম আলি হোসেন, যুবলীগনেতা মোঃ আবু তাহের, সাংবাদিক এমরান ফয়সল, কবি আবদুল কাদির জীবন, কবি মো.আলমগীর চৌধুরী, কবি আল মামুন বাবলু, নাট্যশিল্পী ফারহীন জাহান নুবা, সাংবাদিক এম এ ওয়াহিদ চৌধুরী, ফটো সাংবাদিক শরীফ গাজী, সাহিত্য সংগঠন ‘কবি কন্ঠ’র আত্মপ্রকাশ অনুষ্ঠানে কবি তপন মজুমদার কে বিদেশ যাত্রা উপলক্ষে ক্রেস্ট প্রদান করা হয় ।প্রধান অতিথি এনায়েত হাসান মানিক বলেন, এ মানবিক মূল্যবোধ সম্পন্ন প্রজম্ম তৈরিতে মানবিক শিক্ষার কোন বিকল্প নাই। মানবিক শিক্ষার বিস্তার গঠলে দেশ সমাজ থেকে নৈতিক অবক্ষয়, হিংসা, প্রতিহিংসা ইত্যাদি দূরীভূত হবে। সৃজনশীল প্রতিভার বিকাশ ও সুস্থ্য সংস্কৃতি চর্চার মাধ্যমে অপসংস্কৃতি রোধে নতুন প্রজন্ম এগিয়ে আসলে একটি সুখী ও সমৃদ্ধিশালী সোনার বাংলা গড়ে উঠবে।
সৃজিত সাহিত্য সংগঠন পারমিতা সিলেট এ অনুষ্ঠানের আয়োজন করে।

0Shares