নগরীর মহাজনপট্রি থেকে ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার

প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০১৯

নগরীর মহাজনপট্রি থেকে ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার

ডায়ালসিলেট ডেস্ক :: র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল মেজর মো. শওকাতুল মোনায়েম ও এএসপি নাহিদ হাসানের নেতৃত্বে সিলেট নগরীর বন্দর বাজারস্থ মহাজনপট্রি থেকে এক ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে কামরুল হাসান (২৫) নামে এক ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীকে গ্রেফতার করে।

সে সুনামগঞ্জের দিরাই উপজেলার চন্ডিপুরের মৃত নাছিম আহাম্মদের ছেলে। গ্রেফতারকৃত আসামীকে সুনামগঞ্জ জেলার দিরাই থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি সত্যতা নিশ্চিত করেন সিলেট র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান।

0Shares