ডায়ালসিলেট ডেস্ক :: সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমীন চৌধুরী আর নেই। তিনি গোলাপগঞ্জ উপজেলার রণকেলী দক্ষিণভাগ গ্রামের আব্দুল গফুর চৌধুরীর পুত্র। রবিবার বাদ মাগরিব ঢাকাস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি…রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪বছর। তিনি ২মেয়ে ১ছেলে-সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
আজ সোমবার বাদ এশা সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গনে তাঁর জানাযার নামাজ শেষে দাফন সম্পন্ন হবে বলেন জানান মরহুমের ভাতিজা কয়েছ আহমদ চৌধুরী।
এরআগে মরহুমের প্রথম জানাযার নামাজ সকাল ১০টায় বাংলাদেশ সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত হয়েছে।
কর্মজীবনে মাহমুদুল আমীন চৌধুরী ১৯৬৩সালে সিলেট জেলা বারে আইনজীবী হিসেবে যোগ দেন। পরে ১৯৮৭ সালের জানুয়ারী মাসে হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পান। পরে ১৯৯৯ সালের জুন মাসে আপিল বিভাগের বিচারপতি হিসাবে নিযুক্ত হন।
জানা যায়, মাহমুদুল আমীন চৌধুরী ২০০১ সালের ১লা মার্চ তারিখে প্রধান বিচারপতি হিসাবে শপথগ্রহন করেন। ২০০২ সালের ১৭ জুন তারিখে ৬৫ বছর পূর্ণ হওয়ায় তিনি অবসর গ্রহণ করেন। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)-এ ম্যাচ পাতানো ও স্পট ফিক্সিংয়ের অভিযোগ শুনানির জন্য যে ডিসিপ্লিনারি প্যানেল গঠন করা হয়েছিল, সে প্যানেলের সভাপতি হিসাবে মাহমুদুল আমিন চৌধুরীকে নিয়োগ প্রদান করা হয়।