ডায়ালসিলেট ডেস্ক :: জাঁকজমকপূর্ণ ভাবে উদযাপন হয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মহোৎসব শুভ বড়দিন।

বুধবার সিলেট নয়াসড়কস্থ গির্জায় সিলেট প্রেসব্রিটারিয়ান চার্চের আয়োজনে পালিত হয় বড়দিন।

বড়দিনের ঐতিহ্যবাহী জাঁকজমকপূর্ণ সাজসজ্জায় সাজানো হয়েছে এখানকার সবকটি গির্জাগুলোও। তাছাড়া গোশালা স্থাপন, রঙিন কাগজ, ফুল ও আলোর বিন্দু দিয়ে ক্রিসমাস ট্রি সাজানো হয়েছে দৃষ্টিনন্দন করে। সিলেট নয়াসড়কস্থ গির্জায় উৎসবের আমেজে পালিত হচ্ছে বড়দিন।

বুধবার (২৫ ডিসেম্বর) ভোর ৫টায় ক্যারলস গানের (নগর সংগীত) মাধ্যমে সিলেট প্রেসব্রিটারিয়ান চার্চে বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। সকাল দশটায় চার্চে আগত সকলের উদ্দেশ্যে ধর্মবাণী শোনান প্রেসবিটারিয়ান চার্চের চেয়ারম্যান ডিকন নিঝুম সাংমা। সকাল সাড়ে দশটায় বিশ্ব শান্তি ও সব ধর্মের মানুষের মঙ্গল কামনায় অনুষ্ঠিত হয় সম্প্রীতি প্রার্থনা।

এদিকে, সকাল সাড়ে ১১টায় দিকে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন কেক কেটে শুভ বড়দিন উদযাপন করেন।

এসময় উপস্থিত ছিলেন- সিটি মেয়র আরিফুল হকসহ বিভিন্ন ধর্ম-বর্ণের মানুষ।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *