প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৯
ডায়ালসিলেট ডেস্ক:মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, দুস্থ মুক্তিযোদ্ধারা ঘর করার জন্য ১৭ থেকে ১৮ লাখ টাকা পাবেন। এ সময় তিনি আরও বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে মুক্তিযোদ্ধারা সবচেয়ে বেশি সম্মান পাচ্ছেন। মঙ্গলবার কিশোরগঞ্জের নিকলী উপজেলা সদরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন শেষে স্থানীয় অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মো. সারোয়ার মোর্শেদ চৌধুরী, জেলা পুলিশ সুপার মাশরুখুর রহমান খালেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ আফজল, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আসাদ উল্লাহ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু বক্কর সিদ্দিক, মুক্তিযোদ্ধা কারার রিয়াজুল হক বাচ্চু মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম রহমান গোলাপ, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম প্রমুখ। একইদিন বিকালে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বাজিতপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সেখানেও আলোচনা ও মতবিনিময় সভায় মিলিত হন তিনি।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech