ডায়ালসিলেট ডেস্ক:পরিবহন সেক্টরের শৃঙ্খলা রক্ষা, সড়ক দূর্ঘটনা প্রতিরোধ, নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও যাত্রীসেবার মান উন্নয়নের লক্ষে  পরিবহন চালক এবং তাদের সহকারীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টায় সিলেট নগরীর কাজলশাহস্থ মহামায়া কমিউনিটি সেন্টারে সিলেট মেট্রোপলিটন পুলিশ, ট্রাফিক বিভাগ ‘পরিবহন চালক ও হেল্পারদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সহকারি কমিশনার (ট্রাফিক-উত্তর) মোঃ আবুল খয়ের।

সহকারি কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) আশিদুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বিভিন্ন পদবীর পুলিশ কর্মকর্তাসহ পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্য, চালক ও চালক সহকারী উপস্থিত ছিলেন।

অংশগ্রহণকারীদের যেখানে সেখানে গাড়ী পার্কিং না করা, ওভারটেকিং এর নিয়মকানুন ও অযথা হর্ণ বাজানো সম্পর্কে বিশেষভাবে প্রশিক্ষণ দেয়া হয়।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী চালক ও তাদের সহকারীরা একটি মূল্যায়ন পরীক্ষায় অংশ নেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *