বিনোদন ডেস্ক:নেহা ধুপিয়া বলিউডে পা রাখার আগে অনেকদিন কাজ করেছেন দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রিতে। সেখানে তাকে বেশকিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছিলো। যেগুলো তাকে প্রথম প্রথম বিস্মিত ও বিরক্ত করলেও পরবর্তীতে বিষয়গুলো অনেকটাই তার কাছে সহজ হয়ে গিয়েছিলো। দক্ষিণে এমন অভিজ্ঞতার কথা নিজেই জানিয়েছেন নেহা। নিজের তিক্ত অভিজ্ঞতার কথা বলতে গিয়ে নেহা বলেন, একদিন আমার খুব ক্ষুধা লেগেছিলো। আমি খাবার চাইলে ইউনিট থেকে বলা হয় আগে নায়কের খাবারে ব্যবস্থা করা হবে, এরপর আমাকে দেওয়া হবে। এরকম অনেকবার ঘটেছে। প্রথম দিকে খারাপ লাগলেও পরে সহ্য হয়ে গিয়েছিলো। তারপর এ ধরণের কথা শুনলেই আমি মনে মনে হাসতাম। ১৯৯৪ সালে মালায়লাম ইন্ডাস্ট্রিতে নেহার ক্যারিয়ার শুরু হয়েছিলো শিশুশিল্পী হিসেবে। বলিউডে তাকে সবশেষ দেখা গেছে কাজলের সাথে ‘হেলিকপ্টার ইলা’ ছবিতে। ২০১৬ থেকে ‘এমটিভি রোডিস’র একজন বিচারক হিসেবে কাজ করছেন তিনি। এছাড়া ‘বিএফএফস উইথ ভোগ’-এ উপস্থাপনা করছেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *