ডায়ালসিলেট ডেস্ক:সিলেটের জৈন্তাপুর থানা এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে জৈন্তাপুর থানাধীন হেমু মাজেরটুল সাকিনস্থ আসামীর নিজ বসত বাড়িতে অভিযান চালিয়ে ২১ কেজি গাঁজাসহ ঐ মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটককৃত আসামী জৈন্তাপুর উপজেলার হেমু মাজেরটুল এলাকার আব্দুল খালেকের ছেলে শামীম আহমেদ (২৬) ওরফে বুলেট।
উদ্ধারকৃত আলামতসহ আসামীকে সিলেটে জেলার জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামিউল আলম।