প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২০
ডায়ালসিলেট ডেস্ক:আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন পেছানোর দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশনরত শিক্ষার্থীদের মধ্যে দুজন অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ শিক্ষার্থীরা হলেন অপূর্ব চক্রবর্তী ও অর্ক সাহা। আজ বেলা বেলা ১২টার দিকে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তারা ঢাকা মেডিকেলের ৭০২ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।এছাড়াও, অনশনরত জগন্নাথ হল ইউনিয়নের জিএস কাজল দাসকে স্যালাইন দেয়া হচ্ছে বলে জানা গেছে।
সরস্বতী পূজার কারনে আগামী ৩০শে জানুয়ারী ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন পেছানোর দাবীতে গত কয়েকদিনের আন্দোলনের অংশ হিসেবে আজও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন, বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। আজ সকাল সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে জাগো হিন্দু পরিষদ।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech