বন্দুকযুদ্ধে ডাকাত শহীদ নিহত

প্রকাশিত: ১২:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২০

বন্দুকযুদ্ধে ডাকাত শহীদ নিহত

ডায়ালসিলেট ডেস্ক :: র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শহীদ হোসেন ওরফে কানা শহীদ (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর তুরাগ থানার বেড়িবাঁধ এলাকায় ভোরে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, দুটি ওয়ান শুটার গান, ২১টি কার্তুজ ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় র‌্যাবের এক সদস্য আহত হয়েছেন বলেও দাবি করেন এই র‌্যাব কর্মকর্তা।

নিহত শহীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। র‌্যাবের দাবি, তিনি ডাকাতদলের সদস্য ছিলেন।

র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) কামরুজ্জামানের ভাষ্যমতে, ডাকাতদলের সদস্যরা বেড়িবাঁধ এলাকায় অবস্থান করছে-এমন গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় র‌্যাবের সদস্যদের ওপর ডাকাতদল গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ডাকাত শহীদ নিহত হন। আর ডাকাত দলের বাকি সদস্যরা পালিয়ে যান।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ